ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ৪ নভেম্বর ২০২০

পটুয়াখালীর দুমকিতে ১৩ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে সুভাষ দেবনাথ (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) সকালে উপজেলার পুকুরজোনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এ ঘটনায় ওই শিশুর পিতা গতকাল মঙ্গলবার রাতে দুমকি থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর দুর্গাপূজার দশমির দিনে ১৩ বছরের বাক প্রতিবন্ধী শিশুটির বাবা-মা তাকে বাড়িতে রেখে পটুয়াখালী শহরে পূজা দেখতে আসেন। রাত সাড়ে ৮টায় দিকে তারা বাড়ি ফিরে শিশুটিকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে আর জাগায়নি। পরের দিন সকালে ঘুম থেকে জেগেই শিশুটি পরিবারকে ধর্ষণের কথা জানায়। পরে শিশুটির পরিবার পুলিশকে অবহিত করলে আজ বুধবার সকালে অভিযান চালিয়ে সুভাষকে গ্রেফতার করে পুলিশ।
  
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, অভিযুক্ত সুভাষকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি