ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় দুই নেতাকে কুপিয়ে জখম, মূলহোতাসহ গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৬, ৫ নভেম্বর ২০২০

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতাকে কুপিয়ে জখম মামলার প্রধান আসামি জিম ও তার সহযোগী ইনসানকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের একটি দল আজ বৃহস্পতিবার ভোররাতে দামুড়হুদা উপজেলার মুক্তারপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত জিম চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার নাজিম উদ্দিনের ছেলে এবং ইনসান একই পাড়ার মিন্টু রহমানের ছেলে।

পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম আজ দুপুরে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান। 

পুলিশ সুপার জানান- গত ১ নভেম্বর রাতে দুর্বৃত্তরা শহরের মাঝেরপাড়ার বাসিন্দা ছাত্রলীগ নেতা রিগান ও কৃষকলীগ নেতা মহসীন রেজাকে সদর হাসপাতাল চত্বরে কুপিয়ে জখম করে। আহত মহসীন রেজা ওই ঘটনায় জিমকে প্রধান আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

পুলিশ সুপার বলেন, ‘পৌর নির্বাচনকে সামনে রেখে কেউ কেউ জেলা শহরে অশান্তি সৃষ্টির পায়তারা করছে। বাংলাদেশ পুলিশ এ ধরণের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সদা প্রস্তুত।’

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি