ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে সাদাছড়ি পেলেন ৩০ জন দৃষ্টি প্রতিবন্ধী

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০০, ৫ নভেম্বর ২০২০

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ৩০ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রেস ক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে এসব সাদাছড়ি বিতরণ করা হয়। 

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. রোকোনুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, মমিনুর রহমান মোমিন, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব আবু আলী মাতব্বর, জেলা সভাপতি শহীদুল ইসলাম, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, একরামুল হক সম্র্রাট প্রমুখ।

জেলার ৬২ জন দৃষ্টি প্রতিবন্ধীর মধ্য থেকে ৩০ জনের মাঝে বিভিন্ন দাতা ব্যক্তিদের সহায়তায় কুড়িগ্রাম জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা এই সাদা ছড়ি বিতরণ করে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি