ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

কমিটিতে এক-তৃতীয়াংশ নারীকে সম্পৃক্ত করার দাবি 

নওগাঁ প্রতিনিধি: 

প্রকাশিত : ১৯:০৬, ৫ নভেম্বর ২০২০

রাজনৈতিক সকল দলের কমিটিতে এক-তৃতীয়াংশ (৩৩%) নারীকে সম্পৃক্ত করণের দাবিতে নওগাঁয় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প  নামে একটি সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। বৃহষ্পতিবার শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রকল্পের উপদেষ্টা ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আকতার, প্রকল্পের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহানাজ আক্তার, সদস্য মরিয়ম বেগমসহ অন্যান্যেরা।

এসময় মানববন্ধনে রাজনৈতিক সকল দলের কমিটিতে এক-তৃতীয়াংশ (৩৩%) নারীকে সম্পৃক্ত, সকল পর্যায়ের কমিটিতে সভাপতি, সহ-সভাপতি, সাধারন সম্পাদক, যুগ্ন সম্পাদক ও সংগঠনিক সম্পাদক পদে নারীদের সম্পৃক্ত করাসহ যেকোন একটি গুরুত্বপূর্ন পদে নারীদের অন্তর্ভুক্তিকরণ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক-তৃতীয়াংশ (৩৩%) নারীকে মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করা, স্থানীয় পর্যায়ে কেবল মাত্র প্রতিকী অংশগ্রহণ নয়, নারীর কার্যকর অংশ গ্রহণ নিশ্চিত করার দাবি জানান বক্তারা। 

পরে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসারকে স্মারক লিপি প্রদান করেন আয়োজকরা।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি