ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে হাজী সেলিমের দখলকৃত খাস জমি উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৬, ৫ নভেম্বর ২০২০ | আপডেট: ১৯:৪০, ৫ নভেম্বর ২০২০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের দখলে থাকা চার একর ৩৯ শতাংশ (১৪ বিঘা) সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এসময়  জমিতে রাখা কয়লা, বালু, পাথরসহ টিন শেডের গোডাউন ভেঙে দখলমুক্ত করা হয়। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় সোনারগাঁও উপজেলার চর রমজান সোনাউল্লা এলাকায় চালানো এ অভিযান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। 

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, ১৪ বিঘা জমিতে রাখা কয়লা, পাথর, বালুসহ যেসব অবৈধ টিন শেডের স্থাপনা ছিলো তা ভেঙে ফেলা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়া হয়েছে। এই সরকারি সম্পতি আজ পুরোপুরি সরকারের দখলে রয়েছে। এই জমির জন্য ২০১৮ সালে বরাদ্দের জন্য আবেদন করেছিলো হাজী সেলিম, সেই আবেদন জেলা প্রশাসন গ্রহণ করেনি।

এর আগে গত রোববার বিকেলে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৩ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি