ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় কৃতি শিক্ষার্থী ও মানবিক সংগঠনকে সংবর্ধনা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৬, ৫ নভেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সামাজিক-মানবিক কাজে অবদান রাখা বিভিন্ন সংগঠনকে সম্মননা প্রদানের মধ্য দিয়ে “মানব কল্যাণ ঐক পরিষদ” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে নবীনগরের কুড়িঘর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটঘর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম। এতে মানব কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিবপুর পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ মশিউর রহমান। 

এ সময় বক্তারা, মানব কল্যাণ ঐক্য পরিষদের কার্যক্রমকে স্বাগত জানিয়ে সমাজ ও মানুষের কল্যানে সংগঠনটি কাজ করে যাবে বলে আশাবদ ব্যক্ত করেন।  আলোচনা শেষে এসএসসি, জেএসসি ও পিএসসিতে কৃতকার্য ৬৩ জন শিক্ষার্থীকে ও সামাজিক এবং মানবিক কাজে বিশেষ অবদান রাখায় ২৮টি সংগঠনকে বিশেষ সম্মননা দেয়া হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি