ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেখ হেলালের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৪, ৫ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার পরিবারের সদস্যদের আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বাগেরহাট প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, আহসানুল করিম, শেখ আজমল হোসেন, নকিব সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম, আলী আকবর টুটুল, ইয়ামীন আলী, আকমল উদ্দিন সাখি, হেদায়েত হোসেন লিটন, আবু সাঈদ শুনু, মীর জয়েসী আসরাফি জেমস, ফকির হাসান, এস এম শোহান, আল আমিন খান সুমন, আব্দুল্লাহ আল ইমরান, মামুন আহমেদ, সোহাগ খান, সোহাগ হাওলাদার, রাকিবুল ইসলাম রাজ প্রমুখ।

পরে শেখ হেলাল উদ্দিন এমপি ও তার পরিবারের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি