ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাবার নছিমনের চাকায় পিষ্ট হলো কন্যার প্রাণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩০, ৫ নভেম্বর ২০২০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাবার নছিমনের চাকায় পিষ্ট হয়ে ফাতেমা নামে দেড় বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের দেহুট গ্রামে ঘটে এই ঘটনা। নিহত ফাতেমার বাবার নাম মোমিন।

জানা যায়, সকালে নিজ বাড়ী থেকে গরুসহ মালামালবাহী নছিমন গাড়ী নিয়ে যাওয়ার সময় সেটি স্টার্ট না হয়ে সমস্যা দেখা দেয়। পরে মোমিনসহ তার বাড়ির লোকজন মিলে গাড়িটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতেও নছিমনটি স্টার্ট না হলে সবাই মিলে গাড়িটি রাস্তায় বের করার জন্য ঠেলতে থাকে। এসময় বাড়িতে থাকা মোমিনের শিশুকন্যা সবার অগোচরে নছিমনের চাকার নীচে চাপা পড়ে পিষ্ট হয়।

এসময় শিশুটি চিৎকার করে কান্না শুরু করলে পরিবারের লোকজন তাকে চাকার নীচ থেকে দ্রুত উদ্ধার করে। তবে মাথা থেতলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে মোমিনের পরিবারে শোকের ছাঁয়া নেমে আসে।

ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি