ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হাতিয়ায় নৌকা ডুবে জেলের মৃত্যু 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৮, ৬ নভেম্বর ২০২০ | আপডেট: ১৭:৫৩, ৬ নভেম্বর ২০২০

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মাছ ধরার নৌকা ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় অপর একটি ট্রলারের জেলেরা তিন জেলেকে জীবিত উদ্ধার করে। এখনও নিখোঁজ রয়েছেন একজন। 

নিহত অমর জলদাস (১৬) উপজেলার তমরুদ্দি ইউনিয়নের আঠারো বেকী গ্রামের প্রেমলাল মাঝির ছেলে। আজ শুক্রবার সকালে মেঘনা নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার ১১নং নিঝুম দ্বীপ ইউনিয়নের পূর্ব পার্শ্বে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনও মিলন (১৮) নামে আরও এক জেলে নিখোঁজ রয়েছে। উপজেলার আঠারো বেকী গ্রামের সূর্য মাঝির ছেলে তিনি। 

শুক্রবার দুপুর ১টার দিকে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল খায়ের জানান, ‘গভীর রাতে কাদির খাল থেকে সুমন মাঝির নেতৃত্বে ৫ জেলের একটি দল মাছ ধরার নৌকা নিয়ে মেঘনা নদীতে যায়। ওই সময় হঠাৎ একটি বড় ঢেউয়ে মাছ  নৌকাটি উল্টে গিয়ে ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে।’

এআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি