ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১০, ৬ নভেম্বর ২০২০ | আপডেট: ১৭:১৩, ৬ নভেম্বর ২০২০

কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, সিএনজি ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৩ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। 

আজ শুক্রবার দুপুরে মহাসড়কের সৈয়দাবাদে এ হতাহতের ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে এই সড়কে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা অভিমুখী একটি ট্রাক মাইক্রোবাসকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী সিএসনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। এ সময় পথে নারী ও শিশুসহ ৩ জন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
 
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, ‘দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় জানাযায়নি। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।’

এআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি