ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা 

প্রকাশিত : ২৩:৩৬, ৬ নভেম্বর ২০২০ | আপডেট: ২৩:৫২, ৬ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের উত্তর তুলাতলী ঘাটগড় সেনেরচর এলাকায় সাঙ্গু নদী হতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার সময় সাতকানিয়া থানার এসআই মোল্লা মো. জাহাঙ্গীর এ লাশ উদ্ধার করেন।

লাশের পরনে ছিল নীল রংয়ের জিন্স প্যান্ট। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪২ হতে ৪৫ বছর একজন পুরুষ বলে পুলিশ জানিয়েছে। লাশটি অর্ধ গলিত অবস্থায় উদ্ধার করা হয়। 

এসআই মোল্লা মো. জাহাঙ্গীর জানান, লাশের মাথায় ধারালো দা’য়ের কোপের ন্যায় কাটা এবং ছিদ্র রয়েছে। ধারণা করা হচ্ছে কোন এক সময় তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে। এসআই মোল্লা জাহাঙ্গীর আরো জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে প্রেরণ করা হবে।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি