ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

স্বামীকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৪, ৭ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরের নরসিংপুর এলাকায় ইজিবাইক চালক স্বামীকে খুঁজতে গিয়ে  সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। এ ঘটনায় পুলিশ শুক্রবার রাতে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃতরা হলেন, কাশীপুরের নরসিংপুর এলাকায় আহমদ আলীর ছেলে নুরুল ইসলাম (৬৫) , একই এলাকার লাল মিয়ার ছেলে আইনুল (২৫) ও মুসলিম নগর এলাকার অক্ষয় মহন্তের ছেলে
রাজা বল্লব (৬২) । 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আসলাম হোসেন জানান , প্রতিদিন ওই গৃহবধূর স্বামী ইজিবাইক চালিয়ে বাড়ি ফিরেন। বৃহস্পতিবার সন্ধ্যা হয়ে গেলেও  তিনি বাড়িতে না ফেরায় গৃহবধূ তার স্বামীকে খুঁজতে বের হন। রাতে নরসিংপুর এলাকার একটি ইজিবাইকের গ্যারেজে স্বামীর কথা জানতে চাইলে ওই সময় নুরুল ইসলাম গৃহবধূর স্বামীকে খোঁজ দেয়ার কথা বলে ইজিবাইকের গ্যারেজের পাশেই নিয়ে ধর্ষণ করে। পরে আইনুল ও রাজা বল্লব নামে আরও দুইজন ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনায় শুক্রবার রাতে ওই গৃহবধূ মামলা দায়েরের পর রাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি