ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

নির্যাতনের শিকার হয়ে ফেসবুক লাইভে আত্মহত্যা করলেন যুবক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:২২, ৭ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় মালিক পক্ষের নির্যাতনের কারণে পারভেজ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

গতকাল শুক্রবার শহরের খৈয়াসার এলাকায় ফেসবুক লাইভে এসে সে বিষপান করে আত্মহত্যা করে। নিহত পারভেজ জেলার আখাউড়ায় উপজেলার জাঙ্গাল গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। 

নিহতের পরিবারের লোকজনের অভিযোগ, পারভেজ শহরের খৈয়াসার এলাকার কালু মিয়ার ঠিকাদারী প্রতিষ্ঠানে একজন শ্রমিক ছিল। ঠিকাদার কালু মিয়ার ছেলে জীবন বিভিন্ন বিষয় নিয়ে তাকে প্রায়ই শারীরিক নির্যাতন করত। শুক্রবার সকালেও তাকে মারধর করলে সে ফেসবুক লাইভে এসে বিষপান করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রহিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি