ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মুজিববর্ষ উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ৭ নভেম্বর ২০২০

ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে চার দিনব্যাপী মুজিববর্ষ উৎসব শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে চারটায় এই উৎসবের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ।

মুজিববর্ষ উৎসব উদ্বোধনের পর তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগে কোন অনুপ্রবেশকারী, হাইব্রিড, মাদক ব্যবসায়ী, সন্ত্রাস ও দুর্নীতিবাজের ঠাঁই হবে না। স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সেবার ব্রত নিয়ে মানুষের জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করার আহবান জানান নির্মল রঞ্জন গুহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য পারভীন জাহান কল্পনা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার মেয়র ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

অনুষ্ঠানের প্রধান বক্তা সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ডিজিটাল বাংলাদেশ আজ কোন স্বপ্ন নয়। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়ের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। 

স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির অব্যাহত গুজব, সন্ত্রাস রুখে দিতে নেতাকর্মীদের তথ্য প্রযুক্তিতে আরও কর্মদক্ষ হওয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি। সেই লক্ষে নেতাকর্মীদের প্রতি তথ্য প্রযুক্তি বিষয়ে বাস্তব প্রশিক্ষণ গ্রহণেরও আহবান জানান।

আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, মজিবুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী। এ সময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আশীষ মজুমদার, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, ফরিদুর রহমান খান ইরান, শাহ জালাল মুকুল সহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব রহমান খোকন এবং সঞ্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সারোয়ার জাহান বাদশা।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি