ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় বিদ্যুৎস্পর্শে কিশোরসহ ২ জনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১২, ৭ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নওগাঁর ধামইরহাটে বিদ্যুৎস্পর্শে এক কিশোরসহ ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার আড়ানগর ইউনিয়নের বাসিন্দাপাড়া ও গোকুল গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বাসিন্দাপাড়া গ্রামের মিলন হোসেন ছেলে স্বপন হোসেন (১২) ও গোকুল গ্রামের আজিম উদ্দীনের ছেলে আল মামুন (২২)।

শনিবার (৭ নভেম্বর) আড়ানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী কমল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শুক্রবার রাত ৮টার দিকে বাসিন্দাপাড়া গ্রামের নিজ বাড়িতে সুইচ বোর্ড থেকে টিভির সংযোগ দেওয়ার সময় স্বপন বিদ্যুৎস্পর্শে আহত হয়। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই সময়ে গোকুল গ্রামে নিজ ঘরে বাল্ব জ্বালানো জন্য বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মৃত্যু হয় আল মামুনের। 

এই ব্যাপারে ধামইরহাট থানার ডিউটি অফিসার এসআই আব্দুর রউফ জানান, এই ঘটনায় থানায় দুটি পৃথক মামলা দাযের হয়েছে।

একইদিন পাশাপাশি দুটি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি