ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে নলছিটিতে মানববন্ধন

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪২, ৭ নভেম্বর ২০২০ | আপডেট: ১৭:১৪, ৭ নভেম্বর ২০২০

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  উপজেলার হিন্দু সম্প্রদায়ের আয়োজনে ৭ নভেম্বর শনিবার সকালে নলছিটি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা  পূজা উৎযাপন পরিষদের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনার্ধন দাস, শ্রীগুরু সংঘের পূজারী বাসুদেব নন্দী, সাংবাদিক মিলন কান্তি দাস প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার দাস। বক্তারা বলেন, অসাম্প্রদায়িক একটি মহল এ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানসহ বাড়িঘরে হামলা চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত আছে।  এ অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।  

মানববন্ধনে উপস্থিত ছিলেন, শিক্ষক পরিমল দত্ত, নিলকান্ত দাস, সনাতন চক্রবর্তী, তাপস কর্মকার, চন্দনা দাস, ব্যবসায়ী শম্ভু দত্ত, অরুন কর্মকার, শ্র্যামল মন্ডল, গোপাল দাস, দুলাল দাস, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অন্তুনু পালিত, সংবদকর্মী অরবিন্দ পোদ্দার তপু প্রমুখ। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি