ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভারতের অপহৃত কিশোর শেরপুর থেকে উদ্ধার, আটক ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৯, ১৬ মে ২০১৭ | আপডেট: ১৪:০৩, ১৬ মে ২০১৭

ভারতের শিলং থেকে অপহৃত এক কিশোরকে শেরপুরের ঝিনাইগাতি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে।
পুলিশ জানায়, ১২মে রাতে ভারতের মেঘালয় রাজ্যের শিলং এলাকা থেকে ডেগিড বাসাই এমওয়েট নামের এক কিশোরকে অপহরণ করে বাংলাদেশী একটি চক্র। এরপর ওই কিশোরকে শেরপুর সীমান্তের বিভিন্নস্থানে আটক রেখে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবী করে অপহরণকারীরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিনাইগাতির আহমদনগর থেকে অপহৃতকে উদ্ধার করে পুলিশ। এসময় হালুয়াঘাটের আলআমীন আলম নামে একজনকে আটক করা হয়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি