ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাস্তা পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৩৪, ৮ নভেম্বর ২০২০

সিরাজগঞ্জে রাস্তা পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে জেলার কান্দাপাড়ার সরকারপাড়া রেলগেট এলাকায় বাজার ষ্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেসের নিচে কাটা পড়েন তিনি। 

নিহত মনজিলা বেগম (৩৭) সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া পূর্বপাড়া গ্রামের আমিনুল তালুকদারের স্ত্রী বলে জানা গেছে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) এসআই আমিনুল ইসলাম জানান, ‘রোববার সকালে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আসলে রাস্তা পার হওয়ার সময় মনজিলা বেগম কাটা পড়ে মারা যান।’

তিনি আরও জানান,‘এলাকাবাসী ও পরিবারের লোকজনদের তথ্য অনুযায়ী পারিবারিক কলহের কারণে মনজিলা বেগম ট্রেনের নীচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান ওসি। 
এআই/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি