ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা অনুষ্ঠিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ৮ নভেম্বর ২০২০

কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় ঝিনাইদহ শহরের ড্রিম পার্ক হলিডেতে এ সভার আয়োজন করা হয়। 

সভায় অংশ নিয়ে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে আজ উন্নয়নের রোল মডেল। স্বেচ্ছাসেবক লীগ প্রধানমন্ত্রীর বিশ্বস্ত ভ্যানগার্ড।’

তিনি বলেন, ‘কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিটকে আরও যুগোপযোগী ও গতিশীল করতে হবে। এজন্য মেয়াদোত্তীর্ণ সকল ইউনিটে সম্মেলনের মাধ্যমে যোগ্য ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে হবে।’

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন,‘আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাইকিং, লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, অসহায় কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা প্রদান, অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়া, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সারা দেশে বৃক্ষরোপন, ঘরবন্দী মানুষকে টেলি হেলথ সার্ভিস কল সেন্টার ০৯৬১১৯৯৯৭৭৭ চালু করে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান, করোনা রোগীর লাশ গোসল, জানাজা, দাফন/সৎকার করাসহ ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।’

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগসহ সভাপতি মজিবুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, উপদেষ্টা আশীষ মজুমদার, সাংগঠনিক সম্পাদক শাহজালাল মুকুল, আরিফুর রহমান টিটু, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আক্তারুজ্জামান লাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এআই/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি