ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বসুন্ধরা সিমেন্ট কারখানায় গ্যাসের আগুনে দগ্ধ ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:০৪, ৮ নভেম্বর ২০২০

নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় গ্যাসের আগুন থেকে অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মদনগঞ্জে অবস্থিত বসুন্ধরা সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন, সাইফুল জামান (৪০), মাসুদ রানা (২৫), রাতুল আরেফিন (২৮), আবুল কালাম আজাদ (২৮) ও দেলোয়ার আলী (৪৫)। এদের মধ্যে সাইফুল জামানের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। অন্য শ্রমিকদের শরীরের ৭ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুদ্দিন ভূইয়া জানান, ‘দুপুর সাড়ে ১২টার দিকে বসুন্ধরা সিমেন্ট কারখানায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।’

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ‘বসুন্ধরা সিমেন্ট কারখানায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধে একজনের অবস্থা কিছুটা গুরুতর।’
এআই/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি