তরুণীদের জিম্মি করে দেহ ব্যবসা, আটক ৩
প্রকাশিত : ১৫:২৩, ৮ নভেম্বর ২০২০
জয়পুরহাট শহরে ডান্সগ্রুপের অন্তরালে তরুণীদের জিম্মি করে দেহ ব্যবসার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
শনিবার (৭ নভেম্বর) মধ্যরাতে শহরের প্রফেসর পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ৩ তরুণীকে উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, জয়পুরহাট পৌর শহরের তাঁতীপাড়া মহল্লার মেহেদি হাসানের স্ত্রী মিনু আক্তার, গুলশান মোড় মহল্লার আব্দুল মজিদের ছেলে সুমন আহম্মেদ এবং তার স্ত্রী মৌসুমি আক্তার।
র্যাব কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, ‘দীর্ঘদিন ধরে সুন্দরী তরুণীদের নিয়ে ডান্সগ্রুপের অন্তরালে দেহ ব্যবসা চালিয়ে আসছিল সুমনসহ প্রতারক চক্রের সদস্যরা। ডান্স করার সময় তরুণীদের ভয়ভীতি দেখিয়ে অশ্লিল ভিডিও ধারণ করে দেহ ব্যবসায় বাধ্য করে আসছে, এমন তথ্যর ভিত্তিতে শহরের প্রফেসর পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় ৩ তরুণীকে উদ্ধারসহ ৬টি ভিডিও ধারণের মোবাইল ফোন জব্দ করা হয়।’
এআই/ এসএ/
আরও পড়ুন