ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রিজের সঙ্গে বালুভর্তি জাহাজের ধাক্কায় ক্ষতি ৩০ লাখ টাকা

ঝালকাঠি প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫৪, ৮ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ঝালকাঠির কাঁঠালিয়ায় বালুভর্তি জাহাজের ধাক্কায় ব্রিজ ধসে পড়ার ঘটনায় অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত জাহাজ চালক রুবেল (২৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

এর আগে গত বুধবার (৪ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া থেকে আসা মেসার্স সোনালী রাকিব নামে একটি বালুবাহী জাহাজ কাঁঠালিয়ার আমুয়ার খাল হয়ে ভরিরথপুর বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে উপজেলার তারাবুনিয়া গ্রামের কাটা খালের গুরুত্বপূর্ণ আয়রন ব্রিজটিকে ধাক্কা দেয়। এতে ব্রিজটি সম্পূর্ণ ভেঙ্গে যায় ও কিছু অংশ জাহাজের ওপর পড়ে। এতে করে গত চারদিন ধরে এই এলাকার অন্যান্য স্থানের যোগাযোগ বন্ধ রয়েছে। 

পাটিখালঘাটা ইউপি চেয়ারম্যান শিশির দাস জানায়, ‘গুরুত্বপূর্ণ এই ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় উপজেলা সদর, পাটিখালঘাটা ও আমুয়াসহ ৩টি ইউনিয়নের মানুষ, তারাবুনিয়া পুলিশ তদন্ত কেন্দ্র, ঘোষেরহাট ও ভান্ডারিয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে এই ব্রিজটি দিয়ে প্রতিদিন চলাচল করা সাধারণ মানুষ বাধ্য হয়ে নৌকায় পারাপার করছেন। 

বিষয়টি উপজেলা চেয়ারম্যান, ইউএনও, এলজিইডি উপজেলা প্রকৌশলী ও থানার ওসিকে অবহিত করা হয়েছে। তবে জাহাজ মালিক পক্ষের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে কিনা আমার জানা নেই।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপজেলা সহকারী প্রকৌশলী মো. মালেক জানান, ‘বালুবাহী জাহাজের ধাক্কায় ৬০ মিটার দীর্ঘ আয়রন ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় সরকারের প্রায় ২৫/৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে সরেজমিনে ক্ষয়ক্ষতির পরিমাপ করে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।’

এছাড়া এখানে প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যায়ে ১টি গার্ডার ব্রিজ নির্মাণের প্রস্তাবনা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য ইতিপূর্বেই প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। 
এআই/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি