ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মিয়ানমার বিজিপির গুলিতে বাংলাদেশি জেলের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২২:০০, ৮ নভেম্বর ২০২০ | আপডেট: ২২:২৮, ৮ নভেম্বর ২০২০

নাফ নদীর একটি দৃশ্য

নাফ নদীর একটি দৃশ্য

কক্সবাজারের টেকনাফ উপজেলাস্থ নাফ নদীতে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে মোহাম্মদ ইসলাম (৩৫) নামে বাংলাদেশী এক জেলের মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার (৭ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কক্সবাজার সদর হাাসপাতালে প্রেরণ করা হয়। 

নিহত মোহাম্মদ ইসলাম টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার গোরা মিয়ার ছেলে।

স্থানীয়দের দাবী- তিন জেলে একটি নৌকাযোগে নাফ নদীতে মাছ শিকারে গেলে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) তাদের ওপর অতর্কিতে গুলিবর্ষণ করে। এসময় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফয়সল হাসান খান জানান, গুলি করে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় বিজিবির পক্ষ থেকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ লিপি পাঠানো হচ্ছে।

নাফ নদীতে মাছ শিকার বন্ধ থাকলেও ওই জেলেরা কি কারণে নদীতে নেমেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। 

এদিকে, টেকনাফ থানা পুলিশ জানিয়েছে- নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি