ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

শার্শায় সাড়ে ১১ কেজি ভারতীয় রুপাসহ যুবক আটক 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৭, ৮ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা বাগআঁচড়া জিবলীতলা পাঁকা রাস্তার উপর থেকে ১১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রুপাসহ আলী হোসেন (৩৫) নামে এক রুপা চোরাচালানীকে আটক করেছে। 

সে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের জাফরপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। রোববার সকালে তাকে ওই স্থান থেকে আটক করা হয়। 

বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিবলীতলা পাঁকা রাস্তার উপর থেকে ১১ কেজি ৫০০ গ্রাম রুপাসহ আলী হোসেনকে হাতেনাতে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় রুপাগুলি ভারত হতে এনেছে এবং ঢাকায় নিয়ে যাচ্ছিলো সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। উদ্ধার করা রুপা মূল্য প্রায় ১১ লাখ টাকা।এগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে। এঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি