ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জমি অধিগ্রহণের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৩, ৯ নভেম্বর ২০২০

রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) নির্মাণের নামে তিন ফসলী কৃষি জমি অধিগ্রহণের প্রতিবাদে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শত শত কৃষক। 

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পশ্চিম আউলিয়াপুর তিন ফসলী কৃষি জমি রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক মাওলানা সিদ্দিকুর রহমান, আবদুল হক মোল্লা, মিজানুর রহমান, এইচএম ইলিয়াস ও জসিম তালুকদার।

বক্তারা বলেন, মহাসড়ক নির্মাণের জন্য তারা জমি দিয়েছেন, সম্প্রতি রেললাইন নির্মাণের জন্য তাদের শত শত একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এখন আবার ইপিজেড নির্মাণের জন্য সরকার ৪শ’ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, শেষ সম্বল কৃষি জমি সরকার কেঁড়ে নিলে তাদের আর কোন জমি থাকবে না। প্রধানমন্ত্রীর যে ঘোষণা ‘তিন ফসলী জমি অধিগ্রহণ করা যাবে না’ তা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের কাছে দাবি জানান তারা। 

পরে মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
এএইচ/ এসএ/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি