ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে সবজির দাম চড়া

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৮, ৯ নভেম্বর ২০২০

রাজবাড়ীর বাজারগুলোতে শীতের মৌসুম শুরু হলেও শীতকালীন সবজির ঘাটতি দেখা দিয়েছে। এতে সব ধরনের সবজিই চড়া দামে বিক্রি করতে দেখা গেছে। কোন সবজিই ৫০ টাকার নিচে বিক্রি হচ্ছে না।

সোমবার (৯ নভেম্বর) সকালে রাজবাড়ীর বড় বাজার, খানখানাপুর, পাঁচুরিয়ার বাজারে গীয়ে দেখা যায় সব ধরনের সবজি চড়া দামে বিক্রি করছেন বিক্রেতারা। শীতকালীন সব ধরনের সবজি ৫০ টাকা থেকে ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে কিছুটা কমেছে মরিচের ঝাল। বর্তমানে ২শ’ টাকার মরিচ ১শ’ ২০ টাকা থেকে ১শ’ ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

তবে বিক্রেতারা বলছেন অতি বৃষ্টির কারণে সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সবজির ঘাটতি দেখা দিয়েছে, বেড়ে গেছে সবজির দাম। শীতের শুরুতে এ সময় বাজারে প্রচুর সবজির আমদানি থাকতো। কিন্তু বর্তমানে আবাদী ক্ষেতগুলোতে পানিবন্দি থাকার কারণে কৃষকেরা সবজি আবাদ করতে পারেনি পুরোপুরিভাবে। যে কারণে সবজি চাষ ব্যাহত হয়েছে। এতে বাজারে সবজির ঘাটতি রয়েছে। 

বর্তমানে কোন সবজিই ৫০ টাকা কেজির নিচে বিক্রি হচ্ছে না। প্রতি কেজি ফুলকপি ৮০ টাকা থেকে ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কমেনি আলুর দামও প্রতিকেজি আলু ৪৫ টাকা, বাধা কপি ৬০ টাকা, পটল ৬০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, মুলা ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, সবজির দাম বর্তমানে আকাশ ছোঁয়া ও উর্ধ্বমুখী। প্রতিটি সবজিই চড়া দামে বিক্রি হচ্ছে। ফলে প্রয়োজনের তুলনায় তারা কেনাকাটা করছেন কম। আয়ের চাইতে তাদের ব্যায় বেশি হচ্ছে। বাজার দর বৃদ্ধির কারণে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সব ধরনের পণ্যের। বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেন ক্রেতা সাধারণ।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি