ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেগমগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৭

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৩, ৯ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৭ জনকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। সোমবার দুপুরে আটককৃত আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার।

তিনি জানান, রোববার রাত দেড়টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে অভিযান চালিয়ে নুর মোহাম্মদের ছেলে ও টিটু বাহিনীর দুর্দর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী নুর উদ্দিন সজিবকে (২৫) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও এক রাউণ্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এছাড়াও একই দিন রাতের বিভিন্ন সময় উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে বেগমগঞ্জের উত্তর গনীপুরের লাল মিয়ার ছেলে নুরুল আমিন ওরফে কালা (৩৫)কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। জিআর মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাইফুল ইসলাম (৩৫), ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল মজিদ ওরপে ছোটন (২৪), নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ (৩৫), সিআর মামলার আসামি সোহেল মিয়া (৩২) এবং অর্থজারী মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন (৪৫)কে আটক করে পুলিশ।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি