ঢাকা, মঙ্গলবার   ২৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৭, ৯ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবলের নাম মোয়াজ্জেম হোসেন(৫০)। তিনি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বেলপুকুর থানায় কর্মরত ছিলেন।

আরএমপি মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, সকালে মোটরসাইকেলে শহর থেকে বেলপুকুর থানায় যাচ্ছিলেন কনস্টেবল মোয়াজ্জেম হোসেন।পথে মতিহার থানার চৌদ্দপাই এলাকায় একটি বেপরোয়া ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় মতিহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি