ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আরও একটি ইউনিয়ন বাড়লো ঠাকুরগাঁও সদর উপজেলায়

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৬, ৯ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

আরও একটি ইউনিয়ন বাড়লো ঠাকুরগাঁও সদর উপজেলায়। নতুন এই ইউনিয়ন নিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলায় ইউনিয়নের সংখ্যা দাঁড়ালো ২২টিতে।

সোমবার বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন জানান, ঠাকুরগাঁও সদর উপজেলাধীন নতুন সেনুয়া ইউনিয়ন গঠন সংক্রান্ত বিষয়ে বাস্তবতা, সেবা প্রাপ্তিতে জনদুর্ভোগ, নদী দ্বারা বিভক্তের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সংক্রান্ত নীতিমালার নূন্যতম জনসংখ্যা ও আয়তনের বিষয়টি শিথিল করে বিশেষ বিবেচনায় জনস্বার্থে ৪নং বড়গাঁ ইউনিয়নকে বিভক্ত করে ২২নং সেনুয়া ইউনিয়নকে অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

তিনি আরও জানান, গত ৫ নভেম্বর ইস্যুকৃত ১১৯৫ স্মারকপত্র মোতাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ(ইউনিয়ন পরিষদ-১ শাখা) এ অনুমোদন দেয়। তিনি সরকারি সেবা প্রাপ্তিতে জনদুর্ভোগ কমাতে জনস্বার্থ বিবেচনায় অত্যন্ত গুরুত্বের সাথে নতুন ইউনিয়ন গঠনে সার্বিক সহযোগিতা করায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি) মহোদয় ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি