ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

ছাত্রকে বলাৎকারচেষ্টা, প্রধান শিক্ষক কারাগারে

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৫, ১০ নভেম্বর ২০২০ | আপডেট: ১৬:০৮, ১০ নভেম্বর ২০২০

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মাওলানা আশরাফুল ইসলাম (২৫) নামে একটি কওমি মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দুপুরে আদালতের আদেশে ওই শিক্ষককে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এদিন সকালে ছাত্রটির বাবা থানায় মামলা করেন।

গ্রেফতারকৃত শিক্ষক আশরাফুল ইসলাম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রাবিজপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের দারুল কুরআন কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক। 

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, সালন্দর ইউনিয়নের আরাজি সিংপাড়া গ্রামে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণের বায়তুন নুর জামে মসজিদের গোসলখানায় গত শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে গোসল করছিল ৯ বছর বয়সী ওই ছাত্র। ওই সময় মাদ্রাসার প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ওই গোসলখানায় ঢুকে ছেলেটিকে বলাৎকারের চেষ্টা করেন।

ওসি আরও জানান, ওই সময় ছাত্রটি কান্না করলে তাকে ভয়ভীতি দেখিয়ে শিক্ষক আশরাফুল অফিস কক্ষে চলে যান। পরে বাড়ি ফিরে ছেলেটি এই ঘটনা তার খালাকে জানায়।

তিনি জানান, ওই ছাত্রের বাবা রোববার বিষয়টি মাদ্রাসা কমিটিকে জানালে মাদ্রাসা কমিটি শিক্ষক আশরাফুলকে অফিস কক্ষে ডেকে নিয়ে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল ঘটনার সত্যতা স্বীকার করেছেন উল্লেখ করে ওসি তানভিরুল আরও বলেন, সোমবার দুপুরে জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আরিফুল ইসলামের আদালতে ছাত্রটি জবানবন্দি দেয়। পরে আদালত গ্রেফতারকৃত শিক্ষক আশরাফুল ইসলামকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি