ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বরিশালে মাস্ক ব্যবহার নিশ্চিতে মাঠে ভ্রাম্যমাণ আদালত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৯, ১০ নভেম্বর ২০২০

মহামারী করোনা মোকাবিলায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে বরিশাল নগরীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নগরীর ৫টি ব্যবসায় প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জিয়াউর রহমান সুজন। 

পাশাপাশি যারা মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে সচেতন করা হয়। এ সময়ে নগরীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, ‘সরকারের নির্দেশনা বাস্তবায়নে অভিযান আরও জোরালো করা হবে।’

এআই/এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি