ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সস্ত্রীক করোনায় আক্রান্ত সাংবাদিক অশোক ব্যানার্জী

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১১, ১০ নভেম্বর ২০২০

ডেইলী অবজারভার ও দৈনিক বণিকবার্তা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক যুগের কথা পত্রিকার বার্তা সম্পাদক অশোক ব্যানার্জী ও তার স্ত্রী মিতা চক্রবর্তি করোনায় আক্রান্ত হয়েছেন। 

গত ৮ নভেম্বর পরীক্ষার জন্য নমুনা দিলে ১০ নভেম্বর করোনা পজেটিভ আসে। তারা এখন হোমকোয়ারাইন্টনে রয়েছেন। এর আগে গত ২ নভেম্বর তাদের দু'জনের প্রচন্ড জ্বর আসে। শরীরে ও গলা ব্যাথা হয়। এর সাথে রয়েছে ঠান্ডা। 

এরপর তারা চিকিৎসকের পরমর্শে ঔষধ গ্রহন করেন এবং ৮ নভেম্বর সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।এর দুদিন পর তাদের করোনা পজেটিভ আসে। এখন তারা অনেকটা সুস্থ ও ভালো আছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি