ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৫, ১০ নভেম্বর ২০২০

নিহত রানা লাশকে ঘিরে স্বজনদের আহাজারি।

নিহত রানা লাশকে ঘিরে স্বজনদের আহাজারি।

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের নড়াগাতি থানার মূলখানা গ্রামে দুইপক্ষের সংঘর্ষে রায়হান ফকির রানা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত রায়হান ফকির রানা মূলখানা গ্রামের ফায়েক ফকিরের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানান- এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াগাতি থানার মূলখানা গ্রামের সবুর ফকির ও মান্নান শিকদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার দুপুরে মান্নান শিকদার গ্রুপের লোকজন প্রতিপক্ষের ওপর হামলা করে বলে অভিযোগ। 

এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রায়হান ফকির রানা, মশিয়ার চৌকিদার, চাঁন মিয়া, নাসির শেখ ও আরজ আলী ফকিরসহ অন্তত ১০ জন গুরুতর জখম হন। গোপালগঞ্জ হাসপাতালে নেয়ার পথে রানা মারা যান।

সহকারী পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার বলেন, আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। নিহত রানা সবুর পক্ষের সমর্থক বলে জানা গেছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি