ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৪, ১০ নভেম্বর ২০২০ | আপডেট: ২১:০৩, ১০ নভেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রতিপক্ষের হামলায় আহত মোঃ আব্দুল্লাহ (২৫) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ ঘটনায় হাবিবুর রহমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের জান্টু মিয়ার বাড়ির দেয়ালে দাগ দেয়া নিয়ে জান্টু মিয়ার জামাতা মিলনের সঙ্গে একই এলাকার আউয়াল মিয়ার বিরোধ হয়। এরই জের ধরে রোববার দুপুরে প্রতিপক্ষের হামলায় জান্টু মিয়ার পক্ষে আব্দুল্লাহ আহত হয়। আহতাবস্থায় আবদুল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। পরে স্বজনেরা তার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসে।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান জানান, তুচ্ছ ঘটনার জের ধরেই এ হামলা হয়। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি