ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:২২, ১০ নভেম্বর ২০২০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে শামীম (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে রাউতনগর দক্ষিণ ভবানিডাঙ্গি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম ওই গ্রামের মেরাজুল ইসলামের ছেলে এবং রাউতনগর রেডসান স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

জানা যায়, ওই গ্রামের একটি কাঁচা রাস্তায় একদিক থেকে বাইসাইকেলে চড়ে শামীম যাচ্ছিল। এসময় অপর দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সাথে মুখোমুখি সংঘর্ষে শামীম রাস্তায় পড়ে গেলে সে পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। 

এসময় পাওয়ার টিলারের চালক পালিয়ে যায়। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 
এ ব্যাপারে সহহকারী পুলিশ সুপার সার্কেল তোফাজ্জল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি