ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৪, ১১ নভেম্বর ২০২০ | আপডেট: ১১:১৯, ১১ নভেম্বর ২০২০

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

Ekushey Television Ltd.

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা এক কিশোরীসহ ৩ জন নিহত হয়েছেন। 

আজ বুধবার ভোররাতে নাগরপুর উপজেলার দাসপাড়া নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, দেলদুয়ার উপজেলার জালালিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে শুভ আক্তার সানি (১৮), টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মমতা হিয়া সুকণ্যা (১৮) ও করটিয়া বাইপাস পাড়ার মোস্তফা মিয়ার ছেলে বাপ্পী (২২)। 

নাগরপুর থানার ওসি (তদন্ত) বাহালুল খান জানান, ‘নাগপুর থেকে টাঙ্গাইল আসার পথে ঘটনাস্থলে ওই ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী কিশোরীসহ ৩ জন  নিহত হন। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’ 

এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি। 
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি