ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

এএসপি শিপন হত্যার বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৩৪, ১১ নভেম্বর ২০২০

পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনের হত্যাকারীদের বিচার দাবিতে গাজীপুরে কালো ব্যাচ ধারণ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

নিহত শিপনের সহপাঠী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকাবাসীর উদ্যোগে আজ বুধবার সকালে শহরের রাজবাড়ী সড়কে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

এতে অংশ নেন কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান, কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, আয়েশা বেগমসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। 

এ সময় বক্তারা অবিলম্বে শিপন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি