ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

তিন দফা দাবিতে সিরাজগঞ্জে আদালতের কর্মচারীদের মানববন্ধন 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১০, ১১ নভেম্বর ২০২০

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অধস্তন আদালতের কর্মচারীদের তিন দফা দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।  

এ সময় প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন আদালতের কর্মচারীরা। 

মানববন্ধনে সংগঠনের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নূর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম ও জেলা কমিটির নেতৃবৃন্দসহ সকল সদস্যগণ।

বক্তরা বলেন, ‘আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করা ও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে।’
এআই/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি