ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এএসপি শিপন হত্যা মামলায় দ্রুত চার্জশিট 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩৭, ১১ নভেম্বর ২০২০

রাজধানীর আদাবরে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতাল কর্মীদের মারধরে নিহত বরিশালের সহকারী পুলিশ সুপার মো. আনিসুল করিম শিপন হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 

আজ বুধবার দুপুরে নিহত এএসপি শিপনের গাজীপুরের বাড়িতে তার পরিবারের সদস্যদের সমবেদনা ও সহমর্মিতা জানানোর পর সাংবাদিকদের এ কথা জানান তেজগাঁও বিভাগীয় উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। 

এ সময় তিনি বলেন, ‘গ্রেফতারকৃতদের আজ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। নামকাওয়াস্তে কারা হাসপাতাল চালাচ্ছে, আরও কারা ঘটনার সঙ্গে জড়িত সবকিছু বের করার চেষ্টা চলছে। তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এ সময় গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি