ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোরেলগঞ্জে দোয়া অনুষ্ঠান

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৭, ১১ নভেম্বর ২০২০

আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল পরবর্তী আলোচনা সভা ও দোয়া দোয়া অনুষ্ঠান করেছে মোরেলগঞ্জ যুবলীগ। উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে আজ বুধবার বেলা ১১টায় বর্ণাঢ্য আনন্দ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে দিবসটি উপলক্ষে বেলা ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি'র প্রতিকৃতিতে মাল্যদান করেন যুবলীগ নেতৃবৃন্দ।

পরে কাপুড়িয়া পট্টিতে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক। এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগ নেতা ছরোয়ার হোসেন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- যুবলীগ নেতা অ্যাড. তাজিনুর রহমান পলাশ, ইলিয়াস হোসেন দুলাল, মো. জালাল তালুকদার, আসাদুজ্জামান বিপু, আরিফুজ্জামান, শামীম আহসান পলাশ ও আমিনুল ইসলাম মিলন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি