ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফতুল্লার বিসিকে ২ পোশাক কারখানায় আগুন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৪৪, ১১ নভেম্বর ২০২০ | আপডেট: ২১:৪৬, ১১ নভেম্বর ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্প নগরীতে মাইশা নীট ওয়ার ও হাজী আবদুর রাজ্জাক নীট ওয়ার নামে দুইটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড়ঘন্টা ১ ঘন্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। 

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ১ নম্বর গলিতে অবস্থিত ওই দুই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটে। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারি উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আনুমানিত রাত সাড়ে ছয়টার টার দিকে হাজী আবদুর রাজ্জাক নীট ওয়ারের ৪ থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে কিছুক্ষণের মধ্যে পাশের ভবনের মাইশা নীট ওয়ারে ৫ তলা ও ২য় আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সাভির্সের চার ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি