ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রেমিকার বাসা থেকে প্রেমিকের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১০:২০, ১২ নভেম্বর ২০২০

পটুয়াখালীতে প্রেমিকার বাসা থেকে প্রেমিক তানভির আহমেদের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে পৌর শহরের মুসলিমপাড়া এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পরে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।  

নিহত তানভির সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের কেওড়াবুনিয়া এলাকার নুর ইসলাম মাষ্টারের ছেলে। পৌর শহরের মুসলিমপাড়া এলাকার শাহিনের মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। 

তানভিরের পরিবারের দাবি, ‘পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।’

তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ।
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি