ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মাস্ক না পরায় নোয়াখালীতে কয়েকজনকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৭, ১২ নভেম্বর ২০২০

নোয়াখালীতে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবিলায় মাস্ক পরিধান নিশ্চিতকরণের লক্ষ্যে মাঠে নেমেছে প্রশাসন। 

জেলার ৯টি উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে একযোগে ‘নো মাস্ক, নো সার্ভিস’ শ্লোগানে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েকজনকে জরিমান ও জনসাধারণকে মাস্ক বিতরণ করা হয়। 

ঘণ্টাব্যাপী এ অভিযানে জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার আলমগীর হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেন। 

এ সময় একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারী মাস্ক না পরায় তিনদিনের জন্য দোকানটি বন্ধ করে দেয়া হয়। 
এআই/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি