ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মামাবাড়ি থেকে কলেজছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৯, ১২ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নাজমুল ইসলাম (২০) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামে মামার বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত নাজমুল ইসলাম পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দেবনগর গ্রামের মিলন মিয়ার ছেলে। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতিকুর রহমান জানান- নিহত নাজমুল ছোটবেলা থেকে মামার বাড়িতে থাকতো। সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে পড়াশোনা করতো। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তার মামার বসত ঘর থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করি। 

তবে কি কারণে তার মৃত্যু হয়েছে- তা এখনো বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি