ঢাকা, শুক্রবার   ২৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

লালপুরে আগুনে পুড়লো ১৫ বিঘা জমির আখ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২১:২০, ১২ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের পদ্মার চর এলাকার নওসারা সুলতানপুর মাঠে আগুন লেগে পুড়ে গেছে ১৫ বিঘা জমির আখ। বুধবার (১১ নভেম্বর) কতিপয় দুর্বৃত্ত এই আখ ক্ষেতে আগুন লাগিয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার কতিপয় দুবৃর্ত্ত সুলতানপুর মাঠের আখ ক্ষেতে আগুন লাগিয়ে দেয়। এতে নওসারা সুলতানপুর গ্রামের মোঙ্গালা মন্ডল, সোলাইমান হোসেন, আবু তাহের মন্ডল, শ্রী সুনিল কুন্ড ও ছাইদার রহমানসহ অন্তত ১৫ বিঘা জমির আখ পুড়ে যায়। 

পরে এলাকার লোকজনের সহায়তায় ও লালপুর ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি