অবশেষে সিলগালা হলো ইন্টারন্যাশনাল টোব্যাকো
প্রকাশিত : ২১:৫১, ১২ নভেম্বর ২০২০
চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ব্যবসা পরিচালনা করার অভিযোগে ইন্টারন্যাশনাল টোব্যাকো ইন্ডাস্ট্রি লিমিটেডকে সিলগালা করে দিয়েছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর। বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরীর নেতৃত্বে প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
বারবার সর্তক করা স্বত্বেও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে প্রতিষ্ঠানের গ্যাস, বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ারসহ প্রতিষ্ঠানটিকে সীলগালা করা হয়।
বাংলাদেশে কোনও সিগারেট কারখানা নির্মাণ বা উৎপাদন পরিচালনার জন্য অবশ্যই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটি আইনের কোনও তোয়াক্কা না করেই দেদারছে চালিয়ে যাচ্ছে নিজের উৎপাদন কার্যক্রম। কোম্পানির অবৈধ সিগারেট উৎপাদন বন্ধ বন্ধে ও পরিবেশ ছাড়পত্র না থাকায় প্রতিষ্ঠানকে গতবছর ৭০ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক আজাদুর রহমান মল্লিক। তবে ইন্টারন্যাশনাল টোব্যাকো নিজেদের বৈধ কোম্পানি হিসেবে প্রমাণ করার জন্য ও জরিমানা মৌকুফের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করে। তবে শুনানিতে একাধিকবার অনুপস্থিত থাকায় আদেশকৃত আপীলের আবেদন খারিজ কর দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, ‘পরিবেশ ছাড়াপত্র ছাড়া ব্যবসা পরিচালনা করার দায়ে ইন্ট্যারন্যাশনাল টোব্যাকোকে কয়েকবার জরিমানা করা হয়েছে। কিন্তু তারপরও তাদের কাযক্রম বন্ধ না হওয়ায় আজ তাদের সিলগালা করে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ইন্টারন্যাশনাল টোব্যাকো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত নিজেদের কারখানা পরিচালনা করতে পারবে না।
এর আগে পুরনো ও ব্যবহৃত ব্যান্ডরোল ব্যবহার করে প্রায় ২৪ লাখ টাকা ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল টোবাকো ইন্ডাস্ট্রিজে অভিযান চালিয়েছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এই সময় অবৈধ ব্যান্ডরোল ব্যবহারের দায়ে সাহারা ও এক্সপ্রেস ব্র্যান্ডের ৬ লাখ সিগারেট জব্দ করার পাশাপাশি ভ্যাট আইনে মামলা দায়ের করা হয়। এছাড়াও ইন্টারন্যাশনাল টোব্যাকো’র ডিস্ট্রিবিউশন হাউজে অভিযান পরিচালনা করে র্যাব ও ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। -বিজ্ঞপ্তি।
এনএস//
আরও পড়ুন