ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জ-১ আসনে নৌকার বিপুল ভোটে জয়

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৭, ১২ নভেম্বর ২০২০ | আপডেট: ০০:০৬, ১৩ নভেম্বর ২০২০

বিএনপি প্রার্থীর ভরাডুবির মধ্যদিয়ে সিরাজগঞ্জের কাজিপুর ১ আসনের আওয়ামীলীগ প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ১৭১ টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে আওয়ামীলীগ প্রার্থী তানভীর শাকিল জয় ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর দিকে বিএনপির প্রার্থী সেলিম রেজা ভোট পেয়েছেন ৪৬৮।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে বেসরকারীভাবে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।

সিরাজগঞ্জের কাজিপুর, সদরের একাংশ ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ভোটার তিন লাখ ৪৫ হাজার ৬০৩ জন। পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ৬৪১ জন এবং নারী ভোটার এক লাখ ৭৩ হাজার ৯৬২ জন। স্বাধীনতার পর থেকে এ আসনে নিরঙ্কুশভাবে নৌকার প্রার্থী জয়ী হয়ে আসছেন। 

উল্লেখ্য ১৩ জুন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মাদ নাসিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি