ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত, আহত ২ 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৫, ১৩ নভেম্বর ২০২০

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় মাছুদা বেগম(৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২ জন। নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী মাসুদা বেগম ছোট ভাই আকতারুজ্জামানকে সাথে নিয়ে আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাস্তা পাড় হওয়ার সময় দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শুক্রবার সকাল ৯টার দিকে সান্তাহার-নওগাঁ সড়কের খাট্টাসাহাপুর ঢাকা রোডের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ এসে ট্রাকটি আটক করলেও চালক হেলপার পালিয়ে যায়। 

নওগাঁ সদর মডেল থানার ওসি সরোয়ারর্দী হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি হস্তান্তর করা হয়েছে। এঘটনায় কোনো মামলা দায়ের হয়নি তবে ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

এদিকে একইদিন বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে মোটরসাইকেলের চাঁপায় পথচারী আব্দুল কাদের (৪২) ও মোটরসাইকেল আরোহী মুরাদ হোসেন(২২) গুরুত্বও আহত হন। আহতদের মধ্যে আব্দুল কাদেরকে রাজশাহী মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি