ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে জাতীয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৪, ১৩ নভেম্বর ২০২০

বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরার প্রচেষ্টায় সিরাজগঞ্জের হাটিকুমরুলে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘সিরাজগঞ্জ রানাস্ ’শুক্রবার সকালে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতাটি ১০ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হয়।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুর বাজার থেকে দৌড় শুরু করেন। হাটিকুমরুল থেকে সলঙ্গা থানা সদর ডাক বাংলো থেকে ঘুরে এসে হাটিকুমরুল বাজার পর্যন্ত তাদের নির্ধারিত ১০ কিলোমিটার শেষ করেন। এতে ঢাকা, রাজশাহী, চট্রগ্রাম, সিলেটসহ সারাদেশ থেকে ১২৩ জন দৌড়বিদ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।

দৌড় প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম হয়েছে আরিফ হোসেন, দ্বিতীয় ইলাহি এবং  তৃতীয় হয়েছেন আলামিন হোসেন। দৌড় প্রতিযোগিতায় নারী বিভাগের প্রথম হয়েছেন হামিদ আক্তার, দ্বিতীয় হয়েছেন নারগিস জাহান ওহাব এবং তৃতীয় হয়েছেন মিথিলা।

অনুষ্ঠানটির প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন, সোয়ান গ্রুপের চেয়াম্যান ও ম্যানেজিং ডিরেক্টর খবির উদ্দিন খান।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি