ঢাকা, বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪

তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদের ভাঙন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ১৭ মে ২০১৭

গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। গত দুই সপ্তাহের ব্যবধানে ৩ শতাধিক ঘরবাড়িসহ বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে, রাজবাড়ির উড়াকান্দা ও লালগোলা এলাকায় পদ্মার ভাঙন রোধে ফেলানো হচ্ছে জিও ব্যাগ।

বর্ষা আসার আগেই ভাঙন দেখা দিয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ির বিভিন্ন পয়েন্টে। এরই মধ্যে যমুনা, তিস্তা ও ব্রহ্মপুত্রের গর্ভে বিলীন হয়ে গেছে এসব এলাকার ৩ শতাধিক ঘরবাড়ি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিস্তীর্ণ ফসলের মাঠ।

ভাঙনের কবলে অনেকেই সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। একাধিকার বাড়িঘর সরিয়েও রেহাই পাচ্ছে না কেউ কেউ। কেউ আবার আশ্রয় নিয়েছে বাঁধে।

ভাঙন রোধে বরাবরের মতোই আশ্বাসের কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।

এদিকে, গত এক সপ্তাহে রাজবাড়ীর উড়াকান্দা ও লালগোলা এলাকায় পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে কয়েকটি বাড়ি। হুমকিতে রয়েছে শহর রক্ষা বাঁধ, স্কুল ও মসজিদসহ নানা স্থাপনা। ভাঙনরোধে এ দুটি স্থানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলানো হচ্ছে।

https://youtu.be/1LSEGBGZR6g


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি